গনোরিয়া
এটি একটি যৌনবাহিত রোগ। সারা বিশ্বে বছরে প্রায় দুশ' মিলিয়ন গনোরিয়া রোগী পাওয়া যায়। নারীদের জন্য কোনো কোনো সময় এটি খুব মারাত্মক হয়ে দাঁড়ায়। একধরনের মেইজেরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়া আক্রমণে এ রোগ হয়ে থাকে। সাধারণত এটি শরীরের স্পর্শে বিশেষ করে যৌনাঙ্গের স্পর্শে অন্যকে সংক্রমিত করে। ওরালএবং এনাল যৌনমিলনের ফলে এটি আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তে পারে। ১৫ থেকে ২৪বছর বয়সী নারীদের গনোরিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক পুরুষের চেয়ে নারীর দৃশ্যমান ইনফেকশন থাকে। নারীর প্রথম উপসর্গ হলো মূত্র ত্যাগের...
Posted Under : Health Tips
Viewed#: 336
আরও দেখুন.

